শিক্ষিকা পদে অনুব্রতর কন্যা ও আত্মীয়দের নিয়োগ ঘিরে সোশ্যাল মিডিয়া সরগরম

সোশ্যাল মিডিয়া (Social media) সরগরম। অভিযোগ, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল রাজনৈতিক প্রভাব খাটিয়ে শিক্ষক পদে কন্যা সহ আত্মীয়দের চাকরি পাইয়েছেন। অনুব্রত মণ্ডলের…

anubrata mondal

short-samachar

সোশ্যাল মিডিয়া (Social media) সরগরম। অভিযোগ, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল রাজনৈতিক প্রভাব খাটিয়ে শিক্ষক পদে কন্যা সহ আত্মীয়দের চাকরি পাইয়েছেন। অনুব্রত মণ্ডলের মেয়ে সুপর্ণা মণ্ডলের নাম উঠে আসছে। এর সঙ্গে রয়েছে তার পরিবারের আরও দুই সদস্যের নাম।  অভিযোগ, অনুব্রত মণ্ডলের ভাইয়ের স্ত্রী মান্তা মণ্ডল এবং ভাইপো সার্থক মণ্ডলকে ২০১৪ সালে টেট পরীক্ষায় চাকরি পাইয়ে দেওয়া হয়েছে।

   

কয়লা ও গোরু পাচার মামলায় সিবিআই নজরে অনুব্রত। গোরু পাচার মামলায় একদফা জেরা হয়েছে। নিজেকে অসুস্থ দাবি করে পরবর্তী জেরায় হাজিরা দেননি অনুব্রত মণ্ডল। এবার টেট কেলেঙ্কারিতে জড়ালেন তিনি। অনুব্রত মণ্ডলের পরিবার ও আত্মীয়দের পরিচয় প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে, তাদের নিয়োগ সম্পূর্ণ বেআইনি।

এমনিতেই এএসসি নিয়োগে দুর্নীতির জেরে জেরবার তৃণমূল কংগ্রেস সরকার। সিবিআই জেরা করেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে। তাঁর কন্যা অঙ্কিতা চাকরি থেকে বরখাস্ত। এবার আলোচিত অনুব্রতর কন্যা সূপর্ণা।

বীরভূম সরগরম। রাজ্য সরগরম। রাজনৈতিক মহলে আলোচনা, সোশ্যাল মিডিয়ার অভিযোগ রেশ ধরে আরও বিপাকে পড়তে চলেছেন মুখ্যমন্ত্রীর পছন্দের লোক অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট।