Maharashtra: সময়মতো চা না-মেলায় পুত্রবধূকে গুলি করল শ্বশুর

সকালের চায়ের সময় পেরিয়ে গিয়েছে। এমনকী, প্রাতঃরাশ করার সময়ও বয়ে যাওয়ার মত পরিস্থিতি। চা বা প্রাতঃরাশ কিছুই মেলেনি। এই অপরাধে পুত্রবধূকে গুলি করল শ্বশুর। চাঞ্চল্যকর…

shot

short-samachar

সকালের চায়ের সময় পেরিয়ে গিয়েছে। এমনকী, প্রাতঃরাশ করার সময়ও বয়ে যাওয়ার মত পরিস্থিতি। চা বা প্রাতঃরাশ কিছুই মেলেনি। এই অপরাধে পুত্রবধূকে গুলি করল শ্বশুর। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra) থানেতে।

   

গুলিতে গুরুতর জখম ওই মহিলা থানের এক হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার সকালে সময়মতো চা ও প্রাতঃরাশ কোনও কিছুই পাননি কাশীনাথ পান্ডুরাং পাতিল নামে ৭৬ বছরের ওই বৃদ্ধ। খিদের চোটে মেজাজ হারান তিনি। এরপর সকাল সাড়ে এগারোটা নাগাদ নিজের রিভলবার থেকে পুত্রবধূকে লক্ষ্য করে গুলি চালান। গুলি লাগে পুত্রবধূর পেটে। রান্নাঘরে লুটিয়ে পড়েন ওই মহিলা। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় বাড়ির লোকজন।

থানের সিনিয়র পুলিশ ইন্সপেক্টর সন্তোষ ঘাটেকার জানিয়েছেন, প্রবীণ কাশীনাথকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। তবে এখনও পর্যন্ত প্রবীণ ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়নি। এই ঘটনার পিছনে কারও প্ররোচনা বা অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।