Viral: মূল্যবৃদ্ধি নিয়ে সহযাত্রীর প্রশ্নে মেজাজ হারালেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি

রবিবার অসম সফরে গিয়ে কার্যত বিপাকে পড়তে হল কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে (Smriti Irani)। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও রীতিমতো ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে, যাকে ঘিরে…

short-samachar

রবিবার অসম সফরে গিয়ে কার্যত বিপাকে পড়তে হল কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে (Smriti Irani)। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও রীতিমতো ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে, যাকে ঘিরে অস্বস্তিতে পড়তে হয়েছে কেন্দ্রকে।

   

রবিবার গুয়াহাটি পৌঁছান কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। বিমান থেকে নামার সময় এক মহিলা যাত্রী তাঁকে মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন করতে শুরু করেন। এ সময় মহিলা যাত্রীরা মোবাইলে ভিডিও রেকর্ডিংও করছিলেন। তখন স্মৃতি ইরানি ভিডিও রেকর্ডিং বন্ধ করার অনুরোধ করলেও মহিলা যাত্রীরা ভিডিও রেকর্ডিং করতে থাকেন এবং মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে প্রশ্ন করতে থাকেন সকলে।

ভাইরাল হওয়া এই ভিডিয়োতে দেখা যাচ্ছে, ওই মহিলার প্রশ্নে স্মৃতি ইরানিও কেন্দ্রীয় সরকারের জনস্বার্থের কাজের হিসেব রাখতে থাকেন। বিমান থেকে অ্যারো ব্রিজ পর্যন্ত, মহিলাটি প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকে এবং বিতর্কটি টেনে নিয়ে যায়। আপনাদের জানিয়ে রাখি, যে মহিলা প্রশ্নটা করেছেন, তিনি কংগ্রেসের সভানেত্রী নেটা ডিসুজা।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, নেটা ডিসুজা যখন স্মৃতি ইরানিকে মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন করেন, তখন কেন্দ্রীয় মন্ত্রী তাঁর ফোন থেকে ভিডিও রেকর্ড করে বলেন, আপনি আমার পথ আটকাচ্ছেন। এদিকে রান্নার গ্যাসের ক্রমবর্ধমান দাম নিয়ে প্রশ্ন উঠলে তিনি বলেন, দয়া করে মিথ্যা বলবেন না।

নেটা ডি’সুজা ভিডিওটি শেয়ার করে লিখেছেন যে গুয়াহাটির একটি ফ্লাইটে তিনি স্মৃতি ইরানিজির সঙ্গে দেখা করেছিলেন। রান্নার গ্যাসের ক্রমবর্ধমান দাম নিয়ে তাদের উত্তর শুনুন। প্রসঙ্গত, দেশে ক্রমাগত বেড়েই চলেছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম। বাজারে মাছ, মাংস, রান্নার তেল, সবজির চড়া দামে কার্যত নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। এই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরাও।