LPG Cylinder Price Hiked: সিলিন্ডারের দাম ২৫০ টাকা বাড়ল, কোথায় গিয়ে ঠেকবে

এক ধাক্কায় গ্যাস (LPG) সিলিন্ডার দাম ২৫০ টাকা বাড়াল নরেন্দ্র মোদী সরকার। তবে গৃহস্থের বাড়িতে ব্যবহৃত সিলিন্ডার নয়, বাণিজ্যিক সিলিন্ডারের ক্ষেত্রে এই দাম বৃদ্ধি হয়েছে।…

LPG Cylinder Price Hiked

short-samachar

এক ধাক্কায় গ্যাস (LPG) সিলিন্ডার দাম ২৫০ টাকা বাড়াল নরেন্দ্র মোদী সরকার। তবে গৃহস্থের বাড়িতে ব্যবহৃত সিলিন্ডার নয়, বাণিজ্যিক সিলিন্ডারের ক্ষেত্রে এই দাম বৃদ্ধি হয়েছে। ফলে গত দু’মাসে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল সাড়ে তিনশো টাকা।

   

এই দাম বৃদ্ধির ফলে হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ী এবং এলপিজি চালিত গাড়ির মালিকরা বড় ধরনের সমস্যায় পড়বেন। এর পরোক্ষ প্রভাব পড়বে বিভিন্ন পণ্যের দামে।

বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের পাশাপাশি বিমানের জ্বালানির দামও এদিন ২ শতাংশ বাড়ানো হয়েছে। দাম বৃদ্ধির ফলে শুক্রবার থেকে এক কিলোমিটার এভিয়েশন টারবাইন ফুয়েলের দাম বেড়ে হচ্ছে ২২৫৮.৫৪ টাকা। ১ এপ্রিল সকাল থেকেই এই বর্ধিত দাম কার্যকর হবে।

গ্যাসের দাম বৃদ্ধির ফলে এদিন দিল্লিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হল ২২৫৩ টাকা। কলকাতাতে দাম হচ্ছে ২৩৫১ টাকা। উল্লেখ্য, ১ মার্চ বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১০৫ টাকা বাড়ানো হয়েছিল। যদিও পরবর্তীতে ২২ শে মার্চ বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছিল মাত্র ৯ টাকা। কিন্তু এবার প্রতি সিলিন্ডারে বাড়ানো হল ২৫০ টাকা।

তবে আশার কথা, এদিন ঘরোয়া কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়নি। গত মাসে অবশ্য ৫০ টাকা দাম বেড়েছিল। পরপর ১০ দিন একটানা দাম বৃদ্ধির পর অবশ্য এদিন পেট্রোল ও ডিজেলের দামও বাড়েনি।