মিলেছে জামিন, ফের মন্ত্রিত্ব ফিরে পাবেন কি পার্থ?

কলকাতা: ইডির মামলায় সুপ্রিম কোর্টে শুক্রবার জামিন পেলেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ আড়াই বছর অপেক্ষার পর আবেদন মঞ্জুর হয়েছ তাঁর। এর আগেও বহু বার জামিনের…

Money laundering through trust

short-samachar

কলকাতা: ইডির মামলায় সুপ্রিম কোর্টে শুক্রবার জামিন পেলেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ আড়াই বছর অপেক্ষার পর আবেদন মঞ্জুর হয়েছ তাঁর। এর আগেও বহু বার জামিনের আবেদন জানিয়েছেন তিনি৷ কিন্তু, কোনও লাভ হয়নি৷ প্রভাবশালী তকমায় বারাবার খারিজ হয়েছে তাঁর আবেদন৷ তাঁকে মুক্তি দেওয়া হলে তিনি তদন্ত প্রভাবিত করতে পারে বলে আদালতে জোর সওয়াল করেছে, তদন্তকারী সংস্থার আইজীবীরা৷ অবশেষে বর্ষশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে স্বস্তি পেলেন পার্থ। ১ ফেব্রুয়ারির মধ্যে জামিন পাবেন প্রাক্তন মন্ত্রী। চলতি মাসেই মধ্যেই চার্জ গঠন করতে হবে ইডিকে৷ 

   

Partha Chatterjee granted bail
জামিন পেলেও সুপ্রিম কোর্টের শর্ত মেনে আর মন্ত্রী হতে পারবেন না পার্থ চট্টোপাধ্যায়। কোনও সরকারি পদে তাঁকে নিয়োগ করা যাবে না৷ তবে দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত বিধায়ক পদে থাকতে পারবেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। সব কিছুর আগে অবশ্য জেল থেকে মুক্তি পেতে হবে তাঁকে৷ কারণ, পার্থ চট্টোপাধ্যায়ের নামে একাধিক মামলা রয়েছে। প্রথমে ইডি-র হাতে গ্রেফতার হলেও, পরে তাঁকে গ্রেফতার করে সিবিআই৷ শুক্রবার শুধুমাত্র ইডি-র প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলায় জামিন মিলেছে৷ 

গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম ও একাদশ-দ্বাদশে বেআইনি নিয়োগ ছাড়াও প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ের চাকরি মামলাতেও সিবিআই-এর মামলা রয়েছে পার্থর বিরুদ্ধে। অন্যদিকে, প্রাথমিক নিয়োগ, গ্রুপ সি-গ্রুপ ডি, নবম-দশম এবং একাদশ-দ্বাদশ নিয়োগ মামলায় রয়েছে ইডি-র৷ এর মধ্যে শুধুমাত্র প্রাথমিক নিয়োগ মামলায় জামিন পেয়েছেন পার্থ৷ 

ফলে জেল থেকে এখনই মুক্তি মিলবে কিনা, তা নিশ্চিত না হলেও, জামিনের পথ যে প্রশস্ত হচ্ছে, তা বলাই যায়। পার্থের বিরুদ্ধে সিবিআইয়ের মামলাটি নিম্ন আদালতে বিচারাধীন রয়েছে। সেই মামলায় জামিন না পাওয়া পর্যন্ত তাঁর জেলমুক্তি হচ্ছে না।