Omicron : ভারতে ফের করোনার গোষ্ঠী সংক্রমণ

আগাম সতর্কবাণীর পরেও ঠেকানো গেল না। ভারতে ফের করোনার গোষ্ঠী সংক্রমণ। ছড়িয়ে পড়ছে ওমিক্রন (Omicron)।     সম্প্রতি ভারতে (India) করোনার গতিবিধি, বৈশিষ্ট্য, ভাইরাসের চরিত্র ইত্যাদি…

IHU: El Corona's new strain in front amidst Omicron panic

short-samachar

আগাম সতর্কবাণীর পরেও ঠেকানো গেল না। ভারতে ফের করোনার গোষ্ঠী সংক্রমণ। ছড়িয়ে পড়ছে ওমিক্রন (Omicron)।

   

সম্প্রতি ভারতে (India) করোনার গতিবিধি, বৈশিষ্ট্য, ভাইরাসের চরিত্র ইত্যাদি নিয়ে গবেষণা করা হয়েছে। গবেষণা শেষে বিশেষজ্ঞদের অনুমান, ওমিক্রন এখন গোষ্ঠী সংক্রমণের পর্যায়ে। কেন্দ্র সরকারের কোভিড টিমও ইতিবাচক কিছু শোনাতে পারেনি। বরং ওমিক্রন আগের থেকে নিজের রূপ কিছুটা বদলেছে বলে সন্দেহ করা হচ্ছে।

ওমিক্রন সংক্রণের আগে আশ্বাস বাণী দিয়েছিলেন রাজনৈতিক নেতারা। ভোটমুখী রাজ্যে বলা হয়েছে চিন্তার কিছু নেই। আক্রান্তদের উপসর্গ থাকলেও হয় ছদ্ম, নয়তো হালকা। তাই দ্বিতীয় ঢেউয়ের পর অতিমারির এই পর্যায়ে মানব জীবন এখনও পর্যন্ত সচল। কিন্তু আক্রান্তের সংখ্যা চিন্তা বাড়াচ্ছে। কোথাও কোথাও হাসপাতালে ভর্তি হওয়ার প্রবণতাল বেড়েছে। ওমিক্রনের যে নতুন রূপের কথা বলা হয়েছে, তা নিয়ে বিজ্ঞানীরা এখনই চিন্তার কিছু নেই বলে তাঁরা জানিয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে দেওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৩৩ হাজার ৫৩৩ জন। যা আগের দিনের থেকে প্রায় ৪ হাজার ১৭১ বেশি। দেশের পটিজিভিটি রেট বেড়ে ১৭.৭৮ শতাংশ। যা চিন্তায় রেখেছে চিকিৎসকদের। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৫২৫ জনের। এই সংখ্যাটাও আগের দিনের থেকে অনেকটা বেশি। এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৮৯ হাজার ৪০৯ জন।