সাতসকালে বড় টুইট মুখ্যমন্ত্রী মমতার, চমকে গেলেন সবাই

আজ শুক্রবার সকাল সকাল নিজের এক্স হ্যান্ডেলে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ফিরে দেখলেন ইতিহাস।     ১৯৪২ সালে আজকের দিনেই ভারত ছাড়ো…

short-samachar

আজ শুক্রবার সকাল সকাল নিজের এক্স হ্যান্ডেলে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ফিরে দেখলেন ইতিহাস।

   

১৯৪২ সালে আজকের দিনেই ভারত ছাড়ো আন্দোলনের (Quit India Movement) সূচনা করেছিলেন জাতির জনক মহাত্মা গান্ধী। তিনি ‘ডু অর ডাই’ স্লোগান দেন। আর আজ এই নিয়েই বিশেষ বার্তা দিলেন মমতা। তিনি লেখেন, ‘১৯৪২ সালের ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তিতে আমি অভিবাদন জানাই এই মহান দেশের স্বাধীনতার চূড়ান্ত সংগ্রামের সূচনা করার জন্য এবং লক্ষ লক্ষ সাহসী পুরুষ ও মহিলাকে মাতৃভূমির জন্য লড়াই করতে অনুপ্রাণিত করার জন্য। বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি।’

প্রকৃতপক্ষে, ১৯৪২ সালের এপ্রিলে ক্রিপস মিশন ব্যর্থ হয়েছিল। এদিকে চার মাসেরও কম সময়ের মধ্যে স্বাধীনতার জন্য ভারতীয় জনগণের তৃতীয় গণসংগ্রাম শুরু হয়। এই সংগ্রাম ভারত ছাড়ো আন্দোলন নামে পরিচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪২ সালের ৮ আগস্ট মহাত্মা গান্ধী নিখিল ভারত কংগ্রেস কমিটির বোম্বাই অধিবেশনে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব পাস করেন।

প্রস্তাবে ঘোষণা করা হয় যে, ভারতে ব্রিটিশ শাসনের আশু অবসান ভারতের স্বার্থে এবং স্বাধীনতা ও গণতন্ত্রের সাফল্যের জন্য একান্ত প্রয়োজনীয় ছিল, যার জন্য রাষ্ট্রসঙ্ঘের দেশগুলি ফ্যাসিবাদী জার্মানি, ইতালি ও জাপানের বিরুদ্ধে লড়াই করছিল।