Kolkata High Court : পড়ুয়াদের পাশে নেই সরকার! মামলা দায়ের হাইকোর্টে

একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এখনও তা পালন হয়নি যথার্থভাবে। এই মর্মে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) দায়ের হল মামলা।     পশ্চিমবঙ্গ সরকারের…

short-samachar

একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এখনও তা পালন হয়নি যথার্থভাবে। এই মর্মে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) দায়ের হল মামলা।

   

পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সৌরভ বন্দ্যোপাধ্যায়। লকডাউনে স্কুল ড্রপ আউট স্টুডেন্টদের স্কুলে ফেরানো এবং স্কুল কলেজ খোলা নিয়ে মঙ্গলবার জনস্বার্থ মামলা হাইকোর্টে। অভিযোগ, সরকার বিনামুল্যে শিক্ষা দেওয়ার কথা বলছিল। কিন্তু এখন ছাত্রদের মোবাইল, ইন্টারনেট- সহ একাধিক জিনিসের জন্য মূল্য দিতে হচ্ছে। কেন সরকার বহন করবে না এই সমস্ত খর! চলতি সপ্তাহে শুনানির সম্ভবনা।

অতিমারি আবহে রাজ্যে বন্ধ স্কুল-কলেজ। মাঝে কয়েক দিন স্কুল খোলা হলেও আবার বন্ধ করে দেওয়ার নির্দেশ নবান্নের তরফে৷ এভাবে দিনের পর দিন পাঠালয় বন্ধ রাখার ফলে ক্ষতি হচ্ছে শিক্ষা ব্যবস্থার। এই অভিযোগও উঠেছে বহুবার। কিন্তু তাতে কর্ণপাত করেনি সরকার। বাড়িতে থেকেই অনলাইনে পড়াশুনা চলছে। তৃণমূল অন্দরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি অনেকে।

বিশ্ব এডুকেশন ব্যাংকের পক্ষ থেকে সম্প্রতি বলা হয়েছে, করোনার অজুহাতে স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত অযৌক্তিক। কোনো বৈজ্ঞানিক কারণ হতে পারে না এ ধরণের সিদ্ধান্তের পিছনে। করোনা সংক্রমণ এবং পড়ুয়াদের অফলাইন পঠনপাঠনের মধ্যে সরাসরি কোনো সম্পর্ক পাওয়া যায়নি এখনও।