বস্তার ভেতরে উদ্ধার মহিলার দেহ, ছড়াল চাঞ্চল্য

খাস কলকাতার বুকে উদ্ধার হল যুবতীর মৃতদেহ। মঙ্গলবার বিকেলে দক্ষিণ কলকাতার যাদবপুর সংলগ্ন রিজেন্ট পার্কের কাছে একটি খাল থেকে উদ্ধার করা হয় ওই যুবতীর দেহ।…

Regent Park Thana

short-samachar

খাস কলকাতার বুকে উদ্ধার হল যুবতীর মৃতদেহ। মঙ্গলবার বিকেলে দক্ষিণ কলকাতার যাদবপুর সংলগ্ন রিজেন্ট পার্কের কাছে একটি খাল থেকে উদ্ধার করা হয় ওই যুবতীর দেহ। একটি বস্তার ভেতর মুড়ে রাখা হয়েছিল ওই যুবতীর দেহটিকে। রিজেন্ট পার্ক থানা সূত্রে জানা গিয়েছে, তরুণীকে বস্তায় ভরে জীবন্ত অবস্থাতেই খালে ফেলে দিয়েছিল আততায়ী।

   

Mamata Banerjee: ফিরল রেড রোডের দুর্ঘটনার স্মৃতি! সময়ের হেরফেরে বড় বিপদ এড়ালেন মমতা

ঘটনায় ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেল পুলিশ। তা থেকেই জানা গেল, তরুণীর মৃত্যু হয়েছে জলে ডুবে। অর্থাৎ, তাঁকে বস্তায় ভরে যখন জলে ফেলা হয়েছিল, তখনও তাঁর দেহে প্রাণ ছিল। পুলিশের দাবি, তরুণীর মাথায় আঘাতের চিহ্নও পাওয়া গিয়েছে। তাঁকে বস্তায় ভরে বস্তার মুখ সেলাই করে দেওয়া হয়েছিল। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

কলকাতার ভেজাল রেস্তোরাঁর তালিকা চেয়ে বিতর্কে পুলিশ

ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, তিন থেকে চার দিন আগে তরুণীর মৃত্যু হয়েছিল। তাঁর বয়স ২৫ থেকে ৩০-এর মধ্যে। তাঁর শরীরে মাদক নেওয়ার কিছু প্রমাণ মিলেছে। তবে জলে ডুবে যাওয়ার কারণেই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ময়নাতদন্তে। পুলিশের অনুমান, তরুণীকে সংজ্ঞাহীন অবস্থায় বস্তায় ভরে বস্তার মুখ সেলাই করে জলে ফেলে দেওয়া হয়েছিল। জলে ফেলার আগে বস্তার ভিতরে থাকা অবস্থাতেই তাঁর মাথায় আঘাত লাগে।