Alen Stevanovic: জামশেদপুর ছেড়ে নিজের পুরনো ক্লাবে ফিরলেন স্টেভানোভিচ

    গত মরসুমে আক্রমণভাগের শক্তি বাড়াতে অ্যালেন স্টেভানোভিচকে (Alen Stevanovic) দলে টেনেছিল জামশেদপুর এফসি (Jamshedpur FC)। কিন্তু নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এই সার্বিয়ান…

Alen Stevanovic

short-samachar

   

গত মরসুমে আক্রমণভাগের শক্তি বাড়াতে অ্যালেন স্টেভানোভিচকে (Alen Stevanovic) দলে টেনেছিল জামশেদপুর এফসি (Jamshedpur FC)। কিন্তু নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এই সার্বিয়ান ফুটবলার। যারফলে, মরসুম শেষ হতেই তাঁকে রিলিজ করে দেয় খালিদ জামিলের ফুটবল দল।পরবর্তীতে এই উইঙ্গারের দিকে নজর রাখতে শুরু করেছিল আইএসএলের বেশ কয়েকটি ফুটবল ক্লাব। তা বেশিদিন এগোয়নি।

শেষ পর্যন্ত নিজের পুরনো ক্লাবেই ফিরে গেলেন তিনি। আগামী দুইটি সিজনের জন্য সার্বিয়ার প্রথম ডিভিশনের ফুটবল ক্লাব আইএমটি বেলগ্রাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন স্টেভানোভিচ। অন্যদিকে, এই ফুটবলারের পরিবর্তে জর্ডান মারেকে দলে টেনেছে জামশেদপুর এফসি।

আগের বছর চেন্নাইয়িন এফসির জার্সিতে অভূতপূর্ব পারফরম্যান্স ছিল এই তারকার। পাঁচটি গোলের পাশাপাশি দুইটি অ্যাসিস্ট ছিল জর্ডানের। সবদিক মাথায় রেখেই তাঁকে দলে নিয়েছে শিল্ড জয়ীরা। আসন্ন সিজনে খালিদ জামিলের দলের হয়ে নিজেকে আদৌ কতটা মেলে ধরতে পারেন এই ফুটবলার সেদিকেই নজর থাকবে সকলের।

তাছাড়াও গোলের জন্য জাভিয়ের সিভেরিও টোরোর উপরে ভরসা রেখেছে জামশেদপুর ম্যানেজমেন্ট। গত উইন্টার ট্রান্সফার লাল-হলুদ শিবির থেকে তাঁকে লোনে নিয়েছিল দল। পরবর্তীতে এই স্প্যানিশ ফুটবলারের সঙ্গে চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নেয় ম্যানেজমেন্ট।