ফের শহরে ‘ক্যাব’ আতঙ্ক! ‘এসি’ নিয়ে ঘটল তুলকালাম

শহরে বিগত কয়েকদিন একের পর ‘ক্যাব’ সংক্রান্ত ভয়ঙ্কর ঘটনা সামনে এসেছে। প্রসঙ্গত কলকাতার বাজারে যাত্রীবাহী ক্যাবের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলছে। ওলা, উবের মতো…

ola

short-samachar

শহরে বিগত কয়েকদিন একের পর ‘ক্যাব’ সংক্রান্ত ভয়ঙ্কর ঘটনা সামনে এসেছে। প্রসঙ্গত কলকাতার বাজারে যাত্রীবাহী ক্যাবের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলছে। ওলা, উবের মতো বিভিন্ন অ্যাপ ক্যাব সংস্থা কলকাতায় এক চেটিয়া ব্যবসা করলেও দিনের পর দিন ক্যাবে যাত্রীহয়রানির খবর প্রকাশ্যে এসেছে। এবারও ফের শহরের বুকে এসি নিয়ে ঝামেলা বাঁধায় এক মহিলাকে শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ।

   

বিরাট সুখবর, বউবাজারের নীচ দিয়ে কবে থেকে জুড়বে শিয়ালদহ মেট্রো?

অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে। অভিযোগকারিণী গাঙ্গুলিবাগানের বাসিন্দা। গড়িয়াহাট যাওয়ার জন্য তিনি বাড়ি থেকে একটি অ্যাপ-ক্যাব বুক করেন। কিন্তু ক্যাবে ওঠার পরেই গন্ডগোলের সূত্রপাত। অভিযোগ, ওই মহিলা যাত্রী চালকে গাড়ির শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের তাপমাত্রা কমানোর কথা বলেন। কিন্তু তাতে কান দেননি চালক। তা নিয়ে শুরু হয় দু’পক্ষের বচসা।

শিয়ালদহে সুখবর! ১ জুলাইয়ের আগেই সমস্ত ট্রেন হচ্ছে ১২ বগি

এখানেই শেষ নয়, তাঁর অভিযোগের ভিত্তিতে আরও জানা গিয়েছে যে যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডের কাছে পৌঁছতেই ক্যাব থামাতে বলেন । তার পর গাড়ি থেকে নেমে যান। ক্যাব থেকে নেমে আসেন চালকও। তার পর দু’জনের মধ্যে ভাড়া নিয়ে আবার বচসা বাধে। চালক ভাড়া চাইলে ওই মহিলা যাত্রী তা দিতে অস্বীকার করেন। অভিযোগ, সে সময় ওই চালক যাত্রীর সঙ্গে অভব্য আচরণ করেন। এমনকি তাঁর গায়ে হাতও দেন বলে অভিযোগ।

কল্যাণের ‘বকা’ খেয়ে পালিয়ে যাওয়া কাঞ্চন এখনও ভয়েই যাচ্ছেন না উত্তরপাড়ায়?

অভিযোগ পাওয়ার পরেই তৎপর হয় পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত চালককে গ্রেফতার করা হল। জানা গিয়েছে, ধৃত চালকের নাম ললিত ছৌপল। ৩৪ বছরের ওই চালকের বাড়ি গড়িয়াহাট এলাকায়। বুধবারই তাঁকে আলিপুর আদালতে হাজির করানো হবে।