Monsoon: ৯ দিন পরেই ঢুকছে বর্ষা, বিরাট পূর্বাভাস IMD-র

আন্দামানের পর এবার আরও এক রাজ্যের পালা। বর্ষার (Monsoon) আগমন নিয়ে বড় তথ্য দিল ভারতীয় আবহাওয়া বিভাগ বা আইএমডি (IMD)। এবার রাজ্যে রাজ্যে ঝেঁপে বৃষ্টি…

short-samachar

আন্দামানের পর এবার আরও এক রাজ্যের পালা। বর্ষার (Monsoon) আগমন নিয়ে বড় তথ্য দিল ভারতীয় আবহাওয়া বিভাগ বা আইএমডি (IMD)। এবার রাজ্যে রাজ্যে ঝেঁপে বৃষ্টি (Rainfall) নামবে বলে জানানো হল হাওয়া অফিসের তরফে।

   

ভারতের আবহাওয়া বিভাগ আজ ২২ মে বুধবার বর্ষা সম্পর্কে একটি নতুন আপডেট প্রকাশ করেছে। এবার ভারতে বর্ষা কবে আসবে তা দফতর আপডেট করেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ২০২৪ সালের ৩১ মে কেরলে বর্ষা ঢুকতে পারে। তবে আইএমডি আরও বলেছে যে এই অনুমানে ৪ দিনের পার্থক্য থাকতে পারে, অর্থাৎ ২৭ মে থেকে ৪ জুনের মধ্যে যে কোনও সময় কেরালায় বর্ষার বৃষ্টিপাত হতে পারে। এ ছাড়া তাপপ্রবাহ নিয়েও অনেক তথ্য দিয়েছে আইএমডি।

আইএমডি উত্তর ভারতে তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে। ইতিমধ্যে অনেক জায়গায় পারদ ৪৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এখন তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। আইএমডি জানিয়েছে যে আগামী ৫ দিন গরম থেকে কোনও স্বস্তি পাওয়া যাবে না। আগামী ৫ দিন পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশ, গুজরাট এবং উত্তর পশ্চিম মধ্যপ্রদেশে ভারী হবে।

হরিয়ানায় ৪৭.৮ ডিগ্রি, রাজস্থানে ৪৭.২, পঞ্জাবে ৪৬.৬, উত্তরপ্রদেশে ৪৬.৬ এবং মধ্যপ্রদেশে ৪৫.৬ ডিগ্রি সেলসিয়াস। পঞ্জাব, দিল্লি, হিমাচল প্রদেশ, গুজরাট, উত্তরাখণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও ওড়িশাতেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।