Election Commission:পঞ্চম দফায় বাংলা থেকে গ্রেফতার প্রায় শতাধিক! তবুও নির্বাচন শান্তিপূর্ণ

সোমবার দেশ জুড়ে পঞ্চম দফার ভোট গ্রহণ ছিল। সারা দেশে ৪৯ কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে। বাংলায় ৭ কেন্দ্রে ভোট গ্রহণ ছিল। তবে এইদিন সকাল থেকে…

Election commission of India denies any irregularities in Maharashtra election alliged by Congress

short-samachar

সোমবার দেশ জুড়ে পঞ্চম দফার ভোট গ্রহণ ছিল। সারা দেশে ৪৯ কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে। বাংলায় ৭ কেন্দ্রে ভোট গ্রহণ ছিল। তবে এইদিন সকাল থেকে একের পর এক অভিযোগ আসতে শুরু করে বিভিন্ন প্রান্ত থেকে। কোথাও বুথ জ্যাম হওয়ার মতো ঘটনা আবার কোথাও বিজেপির এজেন্টকে বুথে বসতে না দেওয়ার অভিযোগ! আবার ভোট কেন্দ্রে ভুয়ো ভোটার ধরার মতো ঘটনাও ঘটে। আবার দেখা গিয়েছে প্রার্থীকে দেখে গো ব্যাক স্লোগান দেওয়ার মতো ঘটনা। হাওড়ায় বোমাবাজিও হয়। তবুও নির্বাচন কমিশনের খাতায় কলমে পঞ্চম দফার ইলেকশন শান্তিপূর্ণ।

   

সোমবার রাজ্যে গ্রেফতার করা হয়েছে ৯০ জনকে। সবচেয়ে বেশি গ্রেফতার হুগলিতে। সেখানে ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তা ছাড়াও বিভিন্ন ঘটনার জেরে ভোটের দিন সরগরম ছিল হুগলি। সোমবার হাওড়ায় ৩৫ জন, ব্যারাকপুরে এক জন এবং বনগাঁয় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। ভোটের দিন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই এই গ্রেফতার।সোমবার সাংবাদিক বৈঠক করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব গ্রেফতারির পরিসংখ্যান দিয়েছেন। তিনি জানিয়েছেন, হাওড়ার বালির ১৮৭ নম্বর বুথে এক জন ভুয়ো ভোটারকে গ্রেফতার করা হয়েছে।

এখানেই শেষ নয়, তিনি আরও জানিয়েছন যে হাওড়া উত্তরের এক জন পোলিং এজেন্টকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বুথের ভিতরে ভোটার স্লিপ নিয়ে ভোটারকে প্রভাবিত করার অভিযোগ ওঠে।পঞ্চম দফার ভোটে রাজ্যে ৬৪ হাজার ৭০৯ জন কর্মী কাজ করেছেন। ৬৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। পাশাপাশি, রাজ্য পুলিশের ২৫ হাজার ৫০৯ জন কর্মীও কাজ করেছেন এই ভোটে। ৫৬৭টি ‘কুইক রেসপন্স টিম’ ছিল। ৯৬৭ জন পর্যবেক্ষক ছিলেন।