Bijay Chhetri: ভারতীয় ফুটবলার যোগ দিচ্ছেন উরুগুয়ের ক্লাবে

চেন্নাই: ভারতীয় ফুটবলের জন্য বড় খবর। ভারতীয় ক্লাব থেকে বিদেশি ক্লাবে খেলতে যাচ্ছেন বিজয় ছেত্রী (Bijay Chhetri)। মরসুমের বাকি অংশ বিজয় খেলবেন উরুগুয়ের ক্লাবের হয়ে।…

Indian footballer Bijay Chhetri

short-samachar

চেন্নাই: ভারতীয় ফুটবলের জন্য বড় খবর। ভারতীয় ক্লাব থেকে বিদেশি ক্লাবে খেলতে যাচ্ছেন বিজয় ছেত্রী (Bijay Chhetri)। মরসুমের বাকি অংশ বিজয় খেলবেন উরুগুয়ের ক্লাবের হয়ে।

   

ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব চেন্নাইন এফসির পক্ষ থেকে জানানো হয়েছে দল বদল করার এই খবর। উরুগুয়ের দ্বিতীয় ডিভিশনের Colon Football Club-এ যোগ দিচ্ছেন বিজয়। চেন্নাইন এফসি থেকে লোনে উরুগুয়ের কোলন ফুটবল ক্লাবে যুক্ত হচ্ছে ভারতের এই তরুণ প্রতিভা। চেন্নাইন এফসির তরফে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানো হয়েছে, ‘বিজয় ছেত্রী বছরের শেষ পর্যন্ত লোনে উরুগুয়ের সেগুন্ডা ডিভিশনের ক্লাব কোলন ফুটবল ক্লাবে যোগ দিয়েছেন। আমরা তাকে শুভকামনা জানাই।’

বিজয় ছেত্রী ভারতের উঠতি এক প্রতিভাবান ফুটবলার। তিন বছরের চুক্তিতে তিনি যুক্ত হয়েছেন চেন্নাইন এফসির সঙ্গে। রক্ষণভাগের ফুটবলার। জন্ম ২০০১ সালে। বয়স কম হলেও নিজের প্রতিভার জোরে ভারতের একাধিক নামী ক্লাবে ইতিমধ্যে খেলেছেন তিনি। চেন্নাইন এফসিতে সই করার আগে শ্রীনিদি ডেকান ফুটবল ক্লাব, রিয়াল কাশ্মীর এফসি, চেন্নাই সিটি এফসি, ইন্ডিয়ান অ্যারোজ, শিলং লাজং এফসির সঙ্গে যুক্ত ছিলেন বিজয় ছেত্রী।

ইতিমধ্যে শুরু হয়েছে উরুগুয়ের দ্বিতীয় ডিভিশনের ম্যাচ। Colon Football Club একটি ম্যাচ খেলেছে। চলতি মরসুমে গ্রুপ বি-তে রয়েছে দলটি। একটি ম্যাচ খেলেছে ইতিমধ্যে। ড্র হয়েছে সেই ম্যাচ। আগামী ৩ এপ্রিল দলের পরের ম্যাচ হওয়ার কথা রয়েছে।