TMC নেতা খুনে ফের অগ্নিগর্ভ গুমা, জ্বলল আগুন, জনতার ক্ষোভের মুখে পুলিশ

TMC নেতা খুনে ফের একবার অগ্নিগর্ভ হয়ে উঠল গুমা (Guma)। এলাকায় নতুন করে বিক্ষোভের আগুন জ্বলে উঠল। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে হাজির হয়েছে বিশাল পুলিশ…

short-samachar

TMC নেতা খুনে ফের একবার অগ্নিগর্ভ হয়ে উঠল গুমা (Guma)। এলাকায় নতুন করে বিক্ষোভের আগুন জ্বলে উঠল। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে হাজির হয়েছে বিশাল পুলিশ বাহিনী। তৃণমূল নেতা বিজন দাস খুনের পর কেটে গিয়েছে ৫টা দিন, তারপরেও অধরা মূল অভিযুক্ত।

   

এদিকে আজ শুক্রবার অভিযুক্ত অর্থাৎ পলাশ শর্মার বাড়িতে হামলা, ভাঙচুর চালায় ক্ষিপ্ত জনতা। রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ, বিক্ষোভ অবধি দেখান সাধারণ মানুষজন। এদিকে অশান্তির খবর পেয়ে এলাকায় গিয়ে বিরাট ক্ষোভের মুখে পড়ে পুলিশ।

এদিকে বিজন দাস খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র অবধি উদ্ধার হয়েছে বলে খবর। আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে পলাশ শর্মার বাড়িতে। খুনের জায়গা থেকে ১০০ মিটারের মধ্যে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। উত্তেজিত জনতা খুনের সঙ্গে জড়িত বাকি অভিযুক্তদের গ্রেফতারির দাবি জানিয়েছেন।