Weather Update: আজ থেকেই হাওয়া বদল ! শীতের আমেজে আবার ভিজবে বাংলা

শীত কিছুটা কমলেও শীতের আমেজ বজায় রয়েছে। দিনভর রোদ ঝলমল আকাশ থাকবে। তবে আজ সোমবার বিকেলের পর আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে (Weather Update)। আংশিক মেঘলা…

West Bengal Weather Update

short-samachar

শীত কিছুটা কমলেও শীতের আমেজ বজায় রয়েছে। দিনভর রোদ ঝলমল আকাশ থাকবে। তবে আজ সোমবার বিকেলের পর আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে (Weather Update)। আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা জানিয়েছে হাওয়া অফিস।

   

হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। কলকাতা শহরের রাতের তাপমাত্রা ফের ১৬ ডিগ্রি থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে।

পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ৩১ জানুয়ারি রাতে। বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় তৈরি হবে। এর প্রভাবে সাগর থেকে প্রচুর জলীয়বাষ্প ঢুকবে।বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ এবং উত্তর ২৪ পরগনা, নদীয়া, এবং কলকাতা জেলাতে। বাকি জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দার্জিলিঙে হালকা বৃষ্টি হতে পারে। পাহাড় সহ উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টি বাড়বে মঙ্গলবার থেকে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে।

আজ, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৩.৭ ও সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস।গতকাল দিনের তাপমাত্রা ২৩.৪ ডিগ্রি থেকে বেড়ে ২৩.৭ ডিগ্রি হয়েছে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ রাতে ৩৮ শতাংশ এবং দিনে ৯৩ শতাংশ।