Manipur: বিরোধী আসন দখলে মমতার অভিযান, কংগ্রেস কাঁপছে মনিপুরে

News Desk: মেঘের দেশ মেঘালয়ে কংগ্রেসকে শেষের কবিতা পড়িয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা। সে রাজ্যে টিএমসি প্রধান বিরোধী দল। এবার কোন রাজ্য ?     সূত্রের…

TMC

short-samachar

News Desk: মেঘের দেশ মেঘালয়ে কংগ্রেসকে শেষের কবিতা পড়িয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা। সে রাজ্যে টিএমসি প্রধান বিরোধী দল। এবার কোন রাজ্য ?

   

সূত্রের খবর, তৃণমূল কংগ্রেস নেত্রীর নজর পড়েছে বিজেপি শাসিত রাজ্য মনিপুরে (Manipur)। এই রাজ্যে বিরোধী আসন দখলে জন্য মেঘালয়ের মতো ঝড়ের বেগে অপারেশন শুরু করছে তৃণমূল কংগ্রেস। দলের তরফে ভোটকুশলীরা পরিকল্পনা তৈরি করেছেন।

মনিপুরে বিজেপি সরকারে। বিরোধী দল কংগ্রেস। আর তৃণমূল কংগ্রেস নেত্রীর লক্ষ্য তারাই। এই বিপদের আঁচ করেছে কংগ্রেস। কীভাবে সম্ভব ভাঙন রোখা তার সূত্র খুঁজছেন কংগ্রেসের ক্রাইসিস ম্যানেজাররা। মনিপুরে বিরোধী আসনে থাকা কংগ্রেস বিধায়করা ‘উড়ু-উড়ু’। তাঁদের কাছে টাটকা উদাহরণ মেঘালয়।

এক নজরে মনিপুর বিধানসভার অঙ্ক
বিধানসভার মোট আসন ৬০
সরকারপক্ষে রয়েছেন ৩৫ জন বিধায়ক।
বিজেপি ২৪
এনপিপি ৪
এনপিএফ ৪
নির্দল ৩

বিরোধী আসনে মোট ১৮ জন বিধায়ক
প্রধান বিরোধীদল কংগ্রেসের ১৭ জন
তৃণমূল কংগ্রেস ১
৭টি আসন খালি।

সূত্র মারফত kolkata24x7.in জানতে পেরেছে মেঘালয়ের বিরোধী নেতা মুকুল সাংমার সঙ্গে যোগাযোগ রেখেই মনিপুরের বিরোধী দল কংগ্রেসকে ভাঙাতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। মনিপুরে তৃণমূল কংগ্রেসের যিনি বিধায়ক সেই থংব্রাম রবীন্দ্র সিং তৈরি বাকিদের বোঝাতে।

উত্তরপূর্বাঞ্চলের দীর্ঘদিনের পরিচিত রাজনীতিক মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা। তাঁর হাতেই মনিপুরে ঘাঁটি তৈরির ভার ছেড়েছেন মমতা। সেই লক্ষ্যে মুকুল সাংমা পরবর্তী পদক্ষেপ হিসেবে মনিপুরকেই বেছে নিয়েছেন।

উত্তর পূর্বাঞ্চলের রাজনীতিতে আচমকা তৃণমূল কংগ্রেস বিশেষ আলোচনায়। পশ্চিমবঙ্গের তিনবারের শাসকদল এখন মেঘালয়ে বিরোধী আসনে। আবার ত্রিপুরায় পুর নির্বাচনে ভোটের হার ০.৩ শতাংশ থেকে ১৬.৩৯ শতাংশে পৌঁছে গেছে তৃণমূল কংগ্রেস। উত্তর পূর্বের এই বাংলাভাষী প্রধান রাজ্য দখলে আগামী বিধানসভা ভোটে সর্বশক্তি নিয়ে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়।