World Cup Final: ফাইনালে মহম্মদের জায়গায় প্রথম একাদশে অশ্বিন!

২০২৩ বিশ্বকাপের ফাইনালে (World Cup Final) আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারতীয় ক্রিকেট দল। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই শিরোপার ম্যাচটি অনুষ্ঠিত হবে। শনিবার সাংবাদিক সম্মেলনে…

Ravichandran Ashwin

short-samachar

২০২৩ বিশ্বকাপের ফাইনালে (World Cup Final) আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারতীয় ক্রিকেট দল। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই শিরোপার ম্যাচটি অনুষ্ঠিত হবে। শনিবার সাংবাদিক সম্মেলনে প্লেয়িং-১১ নিয়ে কথা বলেন রোহিত। দলের কৌশল কী, তা জানালেন তিনি। রবিচন্দ্রন অশ্বিনকে (Ravichandran Ashwin) সুযোগ দেওয়ার প্রশ্নে তিনি প্রথম একাদশ নিয়ে টিম ম্যানেজমেন্টের ভাবনার কথা জানান।

   

শোনা যাচ্ছে, ফাইনাল ম্যাচে সুযোগ পেতে পারেন অশ্বিন। অশ্বিন প্রথম ম্যাচ খেললেও তার পর আর প্লেয়িং-১১-এ দেখা যায়নি। অশ্বিন গতকাল কঠোর অনুশীলন করেছিলেন এবং এমন পরিস্থিতিতে আশা করা হচ্ছে যে তিনি মহম্মদ সিরাজের জায়গায় সুযোগ পেতে পারেন।

অশ্বিনের প্রথম একাদশে অন্তর্ভুক্তি প্রসঙ্গে রোহিত বলেন, শেষ একাদশ কী হবে তা দল এখনও ঠিক করেনি। রোহিত জানিয়েছেন, আগে তিনি পিচ দেখবেন এবং তারপর সিদ্ধান্ত নেবেন যে প্রথম একাদশে খেলবেন কি না। তিনি বলেন, দলের ১২-১৩ জন খেলোয়াড় প্রস্তুত আছে। কিন্তু পিচ বোঝার পরেই কোনো সিদ্ধান্ত নেবেন। দলের খেলোয়াড়দের সম্পর্কে রোহিত বলেন, স্কোয়াডের প্রত্যেক ক্রিকেটার তার দায়িত্ব সম্পর্কে অবহিত। রোহিত বলেন, তিনি দলের খেলোয়াড়দের জানিয়ে দিয়েছেন তাদের কাজ কী।

টিম ইন্ডিয়ার অধিনায়ক জানিয়েছেন, তিনি পরিষ্কার মানসিকতা নিয়ে খেলেন। ফাইনাল নিয়ে পুরো ক্রিকেট বিশ্বে দারুণ এক পরিবেশ বিরাজ করছে। রোহিত বলেন, বাইরের পরিবেশ কেমন তা তিনি জানেন। নিজের দল ও দলের শক্তি নিয়েই থাকতে চান তিনি। অধিনায়ক বলেন, দলে কোনো কিছুর চাপ নেই এবং এই শান্ত পরিবেশ বজায় রাখতে চান।