Mumbai City FC: তরুণ স্ট্রাইকারকে বিদায় জানাল মুম্বই সিটি

মরসুম শুরু হওয়ার পর তরুণ ভারতীয় স্ট্রাইকারকে বিদায় জানাল মুম্বই সিটি এফসি (Mumbai City FC)। বৃহস্পতিবার ক্লাবের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে প্রাঞ্জল ভূমিজকে…

pranjal bhumij

short-samachar

মরসুম শুরু হওয়ার পর তরুণ ভারতীয় স্ট্রাইকারকে বিদায় জানাল মুম্বই সিটি এফসি (Mumbai City FC)। বৃহস্পতিবার ক্লাবের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে প্রাঞ্জল ভূমিজকে (Pranjal Bhumij) রিলিজ করার কথা। মুম্বই সিটির হয়ে দারুণ একটি গোল রয়েছে তরুণ এই স্ট্রাইকারের।

   

২০১৭ সালের আগস্টে ভারতের অনূর্ধ্ব ১৯ দলের হয়ে প্রথম সুযোগ পেয়েছিলেন প্রাঞ্জল ভূমিজ। কয়েকটি ম্যাচে খেলেছিলেন দেশের অনূর্ধ্ব ১৯ দলের হয়ে। ওই বছরেই মুম্বই সিটি এফসি দলে নিয়েছিল তাকে। স্ট্রাইকার বলা হলেও উইং এবং অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতে পারেন প্রাঞ্জল।
মুম্বই সিটির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর বেশ কিছু ম্যাচে তাকে সুযোগ দেওয়া হয়েছিল। টানা ছয় মরসুম ছিলেন বাণিজ্য নগরীর এই ফ্র্যাঞ্চাইজি ফুটবল ক্লাবে। কোচির মাঠে প্রাঞ্জলের করা দুরন্ত গোল অনেকের এখনও হয়তো মনে রয়েছে। ধারাবাহিকভাবে সুযোগ পেলেও নিজের নামের প্রতি সেই অর্থে সুবিচার করতে পারেননি অসমের এই ফুটবলার।

২০২২-২৩ মরসুমে লোনে পাঠানো হয়েছিল পাঞ্জাব এফসিতে। সেখানেও বেশ কয়েকটি ম্যাচে অংশ নিয়েছিলেন। এখন প্রাঞ্জল ভূমিজের বয়স ২৪। কেরিয়ার এখনও অনেকটা বাকি। আগামী দিনে কোন ক্লাবে সই করেন সে দিকে ভারতীয় ফুটবল প্রেমীদের নজর থাকবে।