Ashique Kuruniyan: হাঁটুর চোটের জন্য মাঠের বাইরে আশিক, কে হবেন বিকল্প?

গত কয়েকদিন আগে আন্তর্জাতিক টুর্নামেন্টে ইরাকের বিপক্ষে খেলতে গিয়ে আচমকাই হাঁটুতে চোট পান সবুজ-মেরুন তারকা আশিক কুরুনিয়ান (Ashique Kuruniyan)।

Ashique Kuruniyan

short-samachar

গত কয়েকদিন আগে আন্তর্জাতিক টুর্নামেন্টে ইরাকের বিপক্ষে খেলতে গিয়ে আচমকাই হাঁটুতে চোট পান সবুজ-মেরুন তারকা আশিক কুরুনিয়ান (Ashique Kuruniyan)। সেই সময়ের জন্য তাকে মাঠ থেকে তুলে নেওয়া হলেও পরবর্তীকালে লেবানন ম্যাচে আর দেখা যায়নি তাকে। মনে করা হচ্ছিল যে লিগামেন্টে হয়ত গুরুতর চোট এসেছে এই তারকার। যে কারনে টুর্নামেন্ট শেষ হতেই তাকে ক্লাবের হাতে ফিরিয়ে দেয় ফেডারেশন। তার পরিবর্তে লিস্টন কোলাসোকে জাতীয় শিবিরে চেয়ে পাঠান ইগর স্টিমাচ।

   

তবে প্রথমদিকে তাকে ছাড়তে রাজি হয়নি মোহনবাগান ম্যানেজমেন্ট। লিস্টনের অনুপস্থিতি সবুজ-মেরুন ব্রিগেডের উইংয়ের ক্ষেত্রে যে বড়সড় প্রভাব পড়বে তা সকলেই জানে। কিন্তু প্রশ্ন হল ঠিক কতটা চোট রয়েছে আশিকের? পূর্বেই বাগান কোচ হুয়ান ফেরেন্দোর মুখে শোনা গিয়েছিল আশিকের চোট যথেষ্ট গুরুতর। সেক্ষেত্রে তার মাঠে ফেরা নিয়ে দেখা দিয়েছিল সংশয়। বর্তমানে যা খবর, এই নয়া মরশুমে আর হয়ত খেলতে পারবেন না কেরালার এই তারকা ফুটবলার। উল্লেখ্য, হুয়ান ফেরেন্দোর দলের লেফট উইংয়ে অন্যতম ভরসা ছিলেন আশিক।

তাই কেরালার এই তারকার ইনজুরির ফলে এবারের আইএসএলের পাশাপাশি এএফসি কাপের ক্ষেত্রে ও যে বড়সড় প্রভাব আসতে চলেছে দলের মধ্যে তা আন্দাজ করাই যায়। কিন্তু প্রশ্ন হল তার বদলে কাকে রাখবেন স্কোয়াডে? এক্ষেত্রে লিস্টন কোলাসোর নাম একাধিকবার উঠে তার একার উপরেই ভরসা রাখতে রাজি নন ফেরেন্দো।

সেজন্য জুনিয়র টিম থেকে একাধিক প্রতিভাবান ফুটবলারদের সিনিয়র দলের সঙ্গে অনুশীলন করাচ্ছেন প্রতিনিয়ত। মনে করা হচ্ছে, দলের উইং আরও শক্তিশালী করে তুলতে জুনিয়রদের মধ্যে থেকেই কাউকে বেছে যুদ্ধের ঘুঁটি সাজাবেন এই স্প্যানিশ কোচ।