ঘরের ছেলেকে ঘরে ফেরাল I League ক্লাব

দল গঠন করার কাজ প্রায় শেষ। তবুও একটু কাজ এখনও বাকি রয়েছে। বাকি থাকা কাজ সম্পন্ন করার দিকে মন দিয়েছে ভারতীয় ক্লাবগুলো। ঘাটতি মেটাতে ঘরের ছেলেকে ফিরিয়ে আনল আই লীগের (I League) ক্লাব।

Olen Singh

short-samachar

দল গঠন করার কাজ প্রায় শেষ। তবুও একটু কাজ এখনও বাকি রয়েছে। বাকি থাকা কাজ সম্পন্ন করার দিকে মন দিয়েছে ভারতীয় ক্লাবগুলো। ঘাটতি মেটাতে ঘরের ছেলেকে ফিরিয়ে আনল আই লীগের (I League) ক্লাব।

   

বৃহস্পতিবার সকালে আই লীগের ক্লাব Neroca Fc এর পক্ষ থেকে দেওয়া হয়েছে সই সংবাদ। ক্লাবে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে ওলেন সিংকে। ওলেন আগেও Neroca ফুটবল ক্লাবে খেলেছেন। মণিপুরের ফুটবলার। খেলেন রক্ষণভাগে। ডিফেন্সের বিভিন্ন পজিশনে খেলার অভিজ্ঞতা থাকলেও মূলত রাইট ব্যাক পজিশনের ফুটবলার। বয়স খুবই কম। ১৯৯৯ সালে পয়লা ডিসেম্বর ওলেন সিং এর জন্ম।

কলকাতার মাঠে খেলার অভিজ্ঞতা রয়েছে ভারতের এই উঠতি সাইড ব্যাকের। কলকাতার সার্দান অ্যাভিনিউয়ের হয়ে খেলেছেন অতীতে। চার মাসের জন্য সার্দান অ্যাভিনিউয়ের সঙ্গে চুক্তি ছিল ওলেন সিং এর। কলকাতার অন্যতম নামকরা এই ক্লাব ছাড়াও খেলেছেন দেশের একাধিক জায়গায়। গৌহাটি টাউন ক্লাব, দিল্লি ফুটবল ক্লাবের সঙ্গে যুক্ত থেকেছেন এর আগে। তবে এখন তার ট্রান্সফার ভ্যালু অনেকটা নিম্নমুখী বলে জানা গিয়েছে।

এই সই সম্পর্কে Neroca ফুটবল ক্লাব সামাজিক মাধ্যমে জানিয়েছে, “প্রতিভাবানের ঘরে ফেরার পালা। ওলেন নেরোকা এফসির সাথে, তার শিকড়ের সাথে পুনরায় একাত্ম হয়েছে। যেখানে সবকিছু শুরু হয়েছিল সেখানে স্মরণীয় প্রত্যাবর্তন। এবার নতুন চ্যালেঞ্জ, পুরানো স্মৃতি এবং সম্ভাবনায় ভরা একটি ভবিষ্যত।”