Jadavpur University: স্বপ্নদীপের মৃত্যুর জেরে সিসিটিভি বিতর্কে মেজাজ হারালেন উপাচার্য

উপাচার্য বারবার বললেও এখনও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সব জায়গায় সিসিটিভি বসছে না। সূত্রের খবর, কর্মসমিতির বৈঠক ছাড়া সিসিটিভি বসাতে চাইছে না কর্তৃপক্ষ। এদিকে আবার কর্মসমিতির বৈঠক…

short-samachar

উপাচার্য বারবার বললেও এখনও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সব জায়গায় সিসিটিভি বসছে না। সূত্রের খবর, কর্মসমিতির বৈঠক ছাড়া সিসিটিভি বসাতে চাইছে না কর্তৃপক্ষ। এদিকে আবার কর্মসমিতির বৈঠক ডাকা নিয়েও জটিলতা শুরু হয়েছে। 

   

রাজ্য সরকার ও আচার্যের নমিনি নিয়ে কর্মসমিতির বৈঠকে সিসিটিভির সিদ্ধান্ত পাশ হলে তবেই টেন্ডার ডাকা হবে। বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসে উপাচার্য বুদ্ধদেব সাউ বলেন ” আগে একটা প্ল্যান হয়েছিল। সেই জায়গাগুলো স্ট্র্যাটেজিক পয়েন্ট হিসাবে ধরা হয়েছিল। আপাতত সে সব জায়গায় সিসিটিভি বসানো হবে। তারপর দেখা যাবে কোথায় কী আছে।”

এরপরই একটু ক্ষুব্ধ হয়ে উপাচার্য বলেন, “সব কিছু তো আর চুটকিতে হয় না। এতদিন তো যা যা হয়ে এসেছে, এখন আমি এসে একটা চুটকি মারব, আর সব ঠিক হয়ে যাবে, তা তো নয়। এখন দেখতে হবে সবটাই। সময় লাগবে।”

উপাচার্য জানিয়েছেন, আপাতত হস্টেলের গেটের সামনে সিসিটিভি ক্যামেরা বসবে। তারপর বাকিটা দেখা হবে বলে জানিয়েছেন তিনি। তিনি আরও জানান, সব কাজ স্তরে স্তরে সঠিক ভাবে কাজ করা হবে।
আপাতত অরবিন্দ ভবন-সহ কয়েকটি ল্যাবে, যেখানে আগে থেকেই সিসিটিভি নিষ্ক্রিয় অবস্থায় ছিল,সেগুলিকে সক্রিয় করা হচ্ছে। বাকিটা কর্ম সমিতির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী হবে বলে জানিয়েছেন উপাচার্য। সূত্রের খবর, আপাতত ১১ টি জায়গায় সিসিটিভি বসানো হচ্ছে।