East Bengal; ইস্টবেঙ্গল সম্পর্কিত এই জল্পনা হয়ত গুজব

গতবারের থেকেও এবার আরও ভালো দল গঠন করার ব্যাপারে কাজ শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। খ্যাতি সম্পন্ন কোচ, ইন্ডিয়ান সুপার লীগে একাধিক পরীক্ষিত বিদেশি ফুটবলার ইতিমধ্যে নিশ্চিত করেছে দল।

Hitesh Sharma,ATK Mohun Bagan

short-samachar

গতবারের থেকেও এবার আরও ভালো দল গঠন করার ব্যাপারে কাজ শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। খ্যাতি সম্পন্ন কোচ, ইন্ডিয়ান সুপার লীগে একাধিক পরীক্ষিত বিদেশি ফুটবলার ইতিমধ্যে নিশ্চিত করেছে দল। রেকর্ড অর্থে নিয়ে আসা হয়েছে টুর্নামেন্টের অন্যতম সেরা গোলকিপারকে।

   

দল গঠনের কাজ এখনো বাকি বলে শোনা যাচ্ছে। এই পরিস্থিতিতে ময়দানে কান পাতলে যথারীতি শোনা যাচ্ছে দল গঠন সম্পর্কিত বহু জল্পনা। যার মধ্যে একটি হিতেশ শর্মাকে কেন্দ্র করে। অনেকের অনুমান, হিতেশকে দলে নেওয়ার ব্যাপারে উদ্যোগ নিয়েছে লাল হলুদ ম্যানজেমেন্ট। ২৫ বছর বয়সী জলন্ধরের এই মিডফিল্ডার ধারাবাহিকভাবে খেলছেন ইন্ডিয়ান সুপার লীগে।

কলকাতায় খেলার অভিজ্ঞতা ইতিমধ্যে তার হয়েছে। ছিলেন এটিকের ফুটবলার। তবে কেরিয়ারের সবথেকে বেশি হাইলাইট হয়েছেন হায়দরাবাদ এফসির হয়ে খেলে। ২০২০ থেকে রয়েছেন নিজামের শহরের ক্লাবে। খেলেছেন পঞ্চাশের কাছাকাছি ম্যাচ। ময়দানের একাংশের অনুমান, হিতেশকে দলে নিতে উৎসাহী ইস্টবেঙ্গল। সত্যি কি তাই?

লাল-হলুদ সমর্থকদের অনেকেই ভারতীয় এই মিডফিল্ডারকে নিয়ে আলোচনা করেছেন। কিন্তু সম্প্রতি পাওয়া এই আপডেট অনুযায়ী, হিতেশ এবং ইস্টবেঙ্গল সম্পর্কিত জল্পনার ভিত হয়তো দুর্বল। উক্ত ফুটবলারের এবং ক্লাবের মধ্যে যোগাযোগ তেমন নেই বলে মনে করা হচ্ছে। অর্থাৎ, এই সম্ভাব্য দল বদল হয়তো হচ্ছে না।