Weather: হাওয়া মোরগ জানিয়েছে ভারী বৃষ্টি হবে

দক্ষিণবঙ্গে দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভাবে হালকা ও মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি কিছুটা বাড়তে পারে…

short-samachar

দক্ষিণবঙ্গে দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভাবে হালকা ও মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গে।

   

দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি কমবে উত্তরবঙ্গে।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও ওড়িশার উপর অবস্থান করছে। আগামী মঙ্গলবার ১৮ জুলাই আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে।

কলকাতায় মূলত মেঘলা আকাশ। বৃষ্টি হলেও জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।কলকাতা শহরে আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস।

আজ ও কাল উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। ওড়িশা ও বিহারে ভারী বৃষ্টির সতর্কতা। উত্তর-পশ্চিম ভারতের বেশ কিছু রাজ্যে ভারী বৃষ্টি চলবে। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আগামী পাঁচ দিন।